বাংলাদেশকে ভারতের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী উল্লেখ করে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ার পুরো অঞ্চলকে চালিত করছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
শনিবার দুপুরে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুই দেশের অনেক সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে ভারতীয় হাই কমিশনার বলেন, “আমরা সীমান্ত ইস্যু সমাধান করেছি, সমুদ্র সীমানা সমাধান করেছি।