ভারতের সঙ্গে বহুল আলোচিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি হওয়ার সম্ভাবনা দেখছেন না কাজী খলীকুজ্জমান আহমদ।
শনিবার নদী ব্যবস্থাপনা ও পানির ওপর অধিকার নিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “তিস্তার কথা আমরা সবাই জানি। সব ঠিক হয়ে গেল। চুক্তিপত্র লেখা হল। এরপর মমতা ব্যনার্জি বললেন, তিনি মানেন না। এটা কী এত সহজ? এত সোজা?”
খলীকুজ্জমান বলেন, “তিস্তা চুক্তি হয়নি। হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। আমরা যেটা করতে পারি, যা আছে সেটা নিয়ে পরিকল্পনা করতে পারি। পরিকল্পনায় আমাদের সংকট নেই।
“পরিকল্পনা, নীতি এসব নিয়ে সমস্যা নেই। আমাদের নীতিগুলো দূরদর্শী। আমরা আন্দোলন করছি। আন্দোলন ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। যার ওপর অভিঘাত পড়বে তাদের সম্পৃক্ত করতে না পারলে হবে না।”