বাড়িতে বা অফিসে কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করেন কমবেশি সবাই। বেশিরভাগ সময় নিজের ব্যক্তিগত বিভিন্ন তথ্য সেভ করে রাখেন ডেস্কটপে। তবে এতে গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। অনেক সময় ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নম্বর পাসওয়ার্ড লিখে রাখেন। তাই বাড়তি কিছু সতর্কতা প্রয়োজন।
চাইলে উইন্ডোজের কমান্ড প্রম্পট কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখতে পারবেন। এজন্য-
> প্রথমে নির্দিষ্ট তথ্যগুলো নোটপ্যাডে টেক্সট বা ওয়ার্ড ফাইলে লিখে নিন।
> এরপর কি-বোর্ডে উইন্ডোজ ও আর একসঙ্গে চেপে রান উইন্ডো চালু করতে হবে।
> এবার cmd লিখে কীবোর্ডের এন্টার বাটন চাপলেই উইন্ডোজের কমান্ড প্রম্পট খুলে যাবে।