উপরে উঠছেন জীবনের ঝুঁকি নিয়ে পানির জন্য কুয়ার দেয়াল বেয়ে নিচে নামা দুই নারী— এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের। দেশটির বিভিন্ন রাজ্যে পানির যে তীব্র সংকট ভিডিওটি এ বিষয় সামনে তুলে এনেছে।
ভিডিওতে দেখা যায়, পানির জন্য নারীরা কুয়ার দেয়াল বেয়ে নিচে নামার মতো ঝুঁকি পরোয়া করছেন না।
পুকুর ও কুয়ায় পানি শুকিয়ে যাওয়ার কারণে ঘুসিয়া গ্রামের বাসিন্দারা এমন চরমপন্থা অবলম্বনে বাধ্য হচ্ছেন। ভারতে অন্য রাজ্যগুলোতেও একই ধরনের পানি সংকট দেখা দিয়েছে।
২০১৯ সালের এক প্রতিবেদন অনুসারে, সবচেয়ে তীব্র পানির সংকটে ভোগা ১৭টি দেশের একটি ভারত।