আম খেতে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। আমপ্রেমীরা সারাবছরই আমের মৌসুমের জন্য অপেক্ষা করেন। অনেকে এ সময় একবারে কয়েক কেজি করে আম কেনেন। তবে একসঙ্গে বেশি আম থাকলে সংরক্ষণ করাও বেশ কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কেউ কেউ ফ্রিজে আম সংরক্ষণ করেন।
কিন্তু খাদ্য বিশেষজ্ঞদের মতে, ফ্রিজে আম রাখা ঠিক নয়। কারণ এতে আমের পুষ্টিগুণ ও স্বাদ দুটিই কমে যায়। তারপরও ফ্রিজে আম রাখতে চাইলে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-
১. আম কাঁচা হলে ফ্রিজে রাখবেন না। কারণ ফ্রিজে রাখলে এগুলো ভালোভাবে পাকবে না, স্বাদও ঠিক থাকবে না।