ক্ষমতার রাজনীতিতে বিএনপির আশা–হতাশা

প্রথম আলো সোহরাব হাসান প্রকাশিত: ০৪ জুন ২০২২, ১৪:০২

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকার-সমর্থক ছাত্রলীগ ও বিএনপির সমর্থক ছাত্রদলের মধ্যে যে সংঘর্ষ হলো, তাকে আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা আদর্শের লড়াই বলে আত্মপ্রসাদ নেওয়ার চেষ্টা করছেন। ছাত্রদলকে পিটুনি দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতৃত্ব নাকি ছাত্রলীগের সাহসের তারিফও করেছেন। যখন শিক্ষাঙ্গন থেকে ব্যবসা-বাণিজ্য, সচিবালয় থেকে জাতীয় সংসদ—সবই আওয়ামী লীগের কবজায়, তখন ১৫ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি কিংবা ছাত্রদলকে নিয়ে সরকারের এত ভয় কেন?


ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘাত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন রহস্যজনকভাবে নিশ্চুপ থাকলেও শিক্ষকেরা পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিএনপির সমর্থক সাদা দলের শিক্ষকেরা ছাত্রদল নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন। এর এক দিন পরই আওয়ামী লীগের সমর্থক নীল দলের শিক্ষকেরা পত্রিকায় বিবৃতি দিয়ে বলেছেন, ‘বঙ্গবন্ধুর খুনিচক্র নতুন করে সক্রিয় হয়েছে।’ কারও মতের সঙ্গে না মিললে আগে রাজনীতিকেরা একে অপরকে খুনি, ষড়যন্ত্রকারী বলে গালমন্দ করতেন। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও সেই ভূমিকায় নেমেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us