সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের মন্তব্যে চোখ রাখতে চান না অনেক তারকাই। কত ধরনের কথাই তো লোকে বলে। তবে সাদিও মানে করতে যাচ্ছেন উল্টোটা। জীবনের বড় এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি সামাজিক মাধ্যমে দেশের মানুষের মন্তব্য দেখেই!
লিভারপুলের এই ফরোয়ার্ডের ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন চলছে বেশ কদিন ধরেই। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে তিনি বলেছিলেন, ফাইনালের পর জানাবেন ‘স্পেশাল’ সিদ্ধান্ত। কিন্তু এখনও তা জানাননি।
এবার আফ্রিকা কাপ অব নেশন্সের কোয়ালিফায়ারে শনিবার বেনিনের বিপক্ষে ম্যাচের আগে সেনেগালের এই তারকা বললেন, দেশের মানুষের রায় জেনে তিনি ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যৎ ঠিক করবেন।