পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার উদ্যোগ নিয়েছে দেশটির ক্ষমতাসীন সরকার।
দেশটির সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, ক্ষমতাসীন সরকারের মন্ত্রিসভার একটি বিশেষ কমিটির বৈঠকে ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। বৈঠকে ইমরানের লংমার্চকে ‘ফিতনা (বিদ্রোহ)’ বলে অভিহিত করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাকিকি আজাদি (প্রকৃত স্বাধীনতা) মার্চের চেয়ে বরং এটা ছিল দাঙ্গা মার্চ। বিদ্রোহের পাশাপাশি এটা ছিল রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলা। ২৫ মে রাজধানীকে জিম্মি করার আনুষ্ঠানিক পরিকল্পনা করা হয়েছিল। এই লক্ষ্যে ‘আড়াই হাজার দুর্বৃত্তকে’ ২৫ মের আগে ইসলামাবাদে আনা হয়। তাদের লক্ষ্য ছিল ইমরান পৌঁছানের পূর্বে ডি-চক দখল করা।
তিনি আরও বলেন, এই সশস্ত্র গোষ্ঠী পুলিশ, রেঞ্জারস ও এফসি জওয়ানদের ওপর হামলা করেই ক্ষান্ত হয়নি, তারা গাছ ও মেট্রো স্টেশনেও অগ্নিসংযোগ করেছে।