মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির কাজ সিন্ডিকেট নামে পরিচিতি পাওয়া ২৫ রিক্রুটিং এজেন্সি পেতে যাচ্ছে, তার তিনটির মালিকানায় রয়েছেন তিন এমপি। একটির মালিকানায় রয়েছেন একজন মন্ত্রীর স্ত্রী। দুই এমপির প্রতিষ্ঠান জনশক্তি ব্যবসায় একেবারেই নতুন। তার পরও তাদের প্রতিষ্ঠান কাজ পেতে যাচ্ছে বলে সংশ্নিষ্ট সূত্রগুলো সমকালকে নিশ্চিত করেছে।
ফেনী-২ আসনের সরকারদলীয় এমপি নিজাম উদ্দিন হাজারীর প্রতিষ্ঠান স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড (লাইসেন্স নম্বর ১৫৫১) প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত মাত্র ৯১ জন কর্মী বিদেশ পাঠালেও, রিক্রুটিং এজেন্সিটি মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির কাজ পেতে যাচ্ছে। সাবেক এক প্রভাবশালী আমলা প্রতিষ্ঠানটির মূল মালিক বলে জানা গেছে।
ঢাকা-২০ আসনের আওয়ামী লীগের এমপি বেনজির আহমদের প্রতিষ্ঠান আহমদ ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ১১৪৬) প্রতিষ্ঠার পর মাত্র ৩৮৭ জন কর্মী বিদেশ পাঠিয়েছে। তাঁর প্রতিষ্ঠানও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজ পেতে যাচ্ছে।
ফেনী-৩ আসনের এমপি ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড (লাইসেন্স নম্বর ১৩২৭) চার বছর আগে ব্যবসা শুরুর পর এখন পর্যন্ত দুই হাজার ২৭১ জন কর্মী বিদেশে পাঠিয়েছে। ওয়ান ইলেভেনের আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তার প্রতিষ্ঠানও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেটে রয়েছে।