এবার আলুর দাম কেজিতে ৫ টাকা বাড়ল

প্রথম আলো প্রকাশিত: ০৩ জুন ২০২২, ১৫:২৩

চালের দাম এখন বাড়তি। গত মাসে ঈদের পরপরই বেড়েছে ডাল, ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম। প্রতি সপ্তাহেই কাঁচাবাজারে কোনো না কোনো নিত্যপণ্যের দাম বাড়ছে। এবার নতুন করে সেই তালিকায় যুক্ত হলো আলু ও তরল দুধ। এ সময় বাজারের সস্তা আলুর দামও তিন দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫ টাকা। নতুন করে প্যাকেটজাত পাস্তুরিত দুধের দাম বাড়িয়েছে মিল্ক ভিটা। সরকারের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড এ দুধ উৎপাদন ও বাজারজাত করে।


রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজার, নিউমার্কেট কাঁচাবাজার, মোহাম্মদপুর টাউন হল ও কৃষি বাজার ঘুরে গতকাল বৃহস্পতিবার জানা গেছে, ২০ টাকা কেজির সাদা ও লাল আলু এখন অধিকাংশ বাজারে বিক্রি হচ্ছে ২৫ টাকায়। তবে হাতিরপুল ও মোহাম্মদপুর এলাকার কয়েকটি দোকানে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকাও রাখা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us