পিত্তথলিতে পাথর একটি সাধারণ ও পরিচিত সার্জিক্যাল সমস্যা। পিত্তথলিতে পাথর হলে অনেকেই দ্বিধায় পড়ে যান, অস্ত্রোপচার করাবেন নাকি করাবেন না। আবার অস্ত্রোপচার করালে কীভাবে করাবেন—ল্যাপারোস্কপির মাধ্যমে নাকি পেট কেটে। অন্যদিকে ওষুধের মাধ্যমে চিকিৎসা চালাবেন কি না, তা নিয়েও দ্বিধায় পড়ে যান।
পেট কেটে অস্ত্রোপচার?
পিত্তথলির পাথর হলে এখন আর পেট কেটে অস্ত্রোপচার করার তেমন প্রয়োজন হয় না। তবে কারও যদি পিত্তথলি ও পিত্তনালিতে অনেকগুলো পাথর হয়ে থাকে কিংবা বিভিন্ন রকম জটিলতা থাকে, তবে সে ক্ষেত্রে পেট কেটে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। পিত্তনালিতে পাথর থাকলেও কাটাছেঁড়ার প্রয়োজন হয় না। মুখ দিয়ে যন্ত্র প্রবেশ করিয়ে পিত্তনালি থেকে পাথর বের করে নিয়ে আসা যায়।