ভারতে গিয়েছিল বাবা-মায়ের সঙ্গে। বাংলাদেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র ছোড়া স্টান গ্রেনেডের আঘাতে আহত বাংলাদেশি শিশু রমজান আলী (১০) তার বাবা-মায়ের কাছে ফিরতে চায়।
সে এখন ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার ভিকটিম রেসিকিউ লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক কুড়িগ্রাম জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিঙ্কন।
কোচবিহারের সাংবাদিক খাজা মাইনুদ্দিন চিশতীর বরাত দিয়ে এসএম আব্রাহাম লিঙ্কন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ১৭ মে কোচবিহারের দিনহাটা থানার ২ নম্বর ব্লক দিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন মুনির শরীফ, তার স্ত্রী ও ছেলে রমজান আলী। তাদের সঙ্গে আরও ১২-১৩ জন ছিলেন।'