অপহরণ ও ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আর্থার ফ্রেজার তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় রামাফোসার বিরুদ্ধে ৪০ লাখ ডলার চুরির অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী আর্থার ফ্রেজারকে দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার ঘনিষ্ঠ বলে ধারণা করা হয়।