সিডনিতে বর্ণবাদের শিকার হওয়ার স্মৃতি এখনও ভুলতে পারেননি রাহানে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ জুন ২০২২, ১৯:২২

সবশেষ অস্ট্রেলিয়া সফরে তৈরি হওয়া ক্ষত এখনও তরতাজা ভারতীয়দের মনে। দেড় বছর আগে সিডনি টেস্টে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার সেই ঘটনা এখনও ভুলতে পারেননি তারা। ওই সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া অজিঙ্কা রাহানে জানালেন, এক পর্যায়ে তারা খেলতে আপত্তি জানিয়েছিলেন।


২০২১ সালের জানুয়ারিতে ভারতের সঙ্গে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিউ ইয়ার টেস্টে পরপর দুইদিন সফরকারী ক্রিকেটারদের উদ্দেশে দর্শকদের বাজে মন্তব্যের অভিযোগ উঠেছিল। তৃতীয় দিন মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহসহ আরও কয়েকজন হয়েছিলেন বর্ণবাদের শিকার। ভারতীয় টিম ম্যানেজমেন্ট পরে অফিসিয়ালদেরও বিষয়টি জানিয়েছিল।


পরদিন খেলা চলাকালীন সরাসরি অভিযোগ করেন সিরাজ। এরপর তাকে ও রাহানেকে দেখা যায় মাঠের দুই আম্পায়ার পল রাইফেল ও পল উইলসনের সঙ্গে কথা বলতে। ব্যবস্থা না নিলে খেলবেন না বলে তখন আম্পায়ারদের বলেছিলেন রাহানে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us