এ পৃথিবীতে ৮০০ কোটিরও বেশি মানুষের বসবাস। সব মানুষের মৌলিক জীবনাচরণ মোটামুটি একরকম হলেও জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, ভাষা, অঞ্চল ও ব্যক্তিভেদে বহুবিধ পার্থক্য পরিলক্ষিত হয়।
মানুষে মানুষে ভিন্নতা ও চিন্তাভাবনার পার্থক্যের কারণেই হয়তো এ পৃথিবী এত সুন্দর ও ছন্দময়। কিন্তু এ ভিন্নতা ও বৈচিত্র্য কখনো কখনো মনে হয় সোজা পথে চলছে না। কেউ কেউ তার জীবনাচরণ এমনভাবে সাজাচ্ছে, যাতে অন্যদের চরম বেকায়দায় পড়তে হচ্ছে। তাই কোনো কোনো শিষ্টাচার স্থান, কাল, পাত্রভেদে খেই হারিয়ে হাবুডুবু খাচ্ছে।
যেমন ধরুন, আব্রু রক্ষা এবং নিজেকে মার্জিত ও ভদ্রভাবে উপস্থাপনের জন্য মানুষ পোশাক পরে। যাদের সামর্থ্য আছে তারা সাধারণত ছেঁড়া-ফাটা, পুরোনো ও রঙচটা কাপড়-চোপড় এড়িয়ে চলেন। কিন্তু এখন নতুন কাপড়কে ছিঁড়ে, রঙচটা করে হাল ফ্যাশনের পোশাক তৈরি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কারও কারও কাছে ওসব পোশাকই বেশি গুরুত্ব পাচ্ছে। ছেঁড়া পোশাক ফ্যাশন হবে কেন? আমাদের মানসিকতা কি সম্মুখপানে যেতে পারছে না?