রাজনৈতিক এবং বিভিন্ন প্রভাবশালী মহলের চাপের কারণে সারা বছর অনিবন্ধিত এবং অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা যায় না। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদফতর নির্দেশনা দেওয়ার ফলে রাজনৈতিক এবং বিভিন্ন মহলের এখন চাপ নেই। ফলে দ্রুত সময়ের মধ্যে অবৈধ ক্লিনিক বন্ধ করে দেওয়া সম্ভব হয়েছে।
অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে বছরজুড়ে কেন অভিযান চালানো হয় না এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম।