প্রতিদিন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন কয়েক কোটি মানুষ। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। বন্ধুদের সঙ্গে চ্যাট কিংবা অফিসের গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য ব্যবহার করছে এই সাইটটি। অনেক সময়ই কোনো বার্তা লেখার সময় বানান ভুল হয়ে যায়। আবার অনেক সময় একজনের মেসেজ পাঠিয়ে দেন অন্যজনকে।
এমন ভুলের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। হোয়াটসঅ্যাপে সেন্ডিং মেসেজ দুই পক্ষের কাছ থেকে ডিলিট করার অপশন রয়েছে অনেকদিন থেকেই। তবে এবার সেন্ড করা মেসেজ এডিট করার সুযোগ দিচ্ছে জনপ্রিয় সাইটটি।
নতুন আরও একটি নতুন ফিচার যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি সম্পর্কে ডবলুবেটাইনফো জানিয়েছে, বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠানো হলে তা এখন আর এডিট করা সম্ভব নয়। কিন্তু নতুন আপডেট অনুযায়ী এবার থেকে যে কোনো পাঠানো মেসেজ এডিট করা সম্ভব। এরই মধ্যে গুগল চ্যাটে এই সুবিধা পাওয়া যায়।