আসছে দলবদলের বাজারে শক্তি বাড়াতে নতুন খেলোয়াড় দলে টানার দিকে চোখ বার্সেলোনার। গণমাধ্যমের খবর, তারা খুব করে রবের্ত লেভানদোভস্কিকে পেতে চায়। তবে তাদের খেলোয়াড় কেনার সামর্থ্য নেই বলে সম্প্রতি মন্তব্য করেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কাতালান দলটির সভাপতি হুয়ান লাপোর্তা।
তার মতে, তেবাসের এমন মন্তব্য করা সমীচিন নয় এবং তিনি বার্সেলোনার স্বার্থে আঘাত করতে চান।
গত মৌসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলতে গ্রীষ্মের দলবদলে খেলোয়াড় কেনার কথা আগে থেকেই বলে আসছেন লাপোর্তা ও বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস। তবে এক্ষেত্রে তাদের জন্য বড় বাধা হতে পারে ক্লাবটির আর্থিক অবস্থান।