চারকোল নীতিমালা প্রণয়ন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ জুন ২০২২, ১৪:৩৩

পরিবেশবান্ধব, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন রপ্তানিমুখী চারকোল শিল্প প্রতিষ্ঠায় ‘চারকোল নীতিমালা- ২০২২’ প্রণয়ন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। গত ২৬ মে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।


বস্ত্র ও পাট মন্ত্রণালয় বলছে, পাটখড়িসহ অন্য যেকোনো উপকরণ দ্বারা চারকোল উৎপাদন ও তদসংশ্লিষ্ট শিল্পগুলোকে বিকশিত করার লক্ষ্যে জাতীয় স্বার্থে এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করা জরুরি ছিল। পাটখড়ি থেকে চারকোল উৎপাদন পাটের বহুমুখী ব্যবহারের নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। নির্দিষ্ট তাপমাত্রায় পাটকাঠিকে যথাযথ প্রক্রিয়ায় পোড়ানো, শীতলীকরণ ও সংকোচন করে চারকোল প্রস্তুত করা হয়। এ চারকোল রপ্তানি দিন দিন বাড়ছে।


চারকোলে ৭৫ শতাংশ কার্বন থাকে। পানি বিশুদ্ধকরণ, আতশবাজি, জীবন রক্ষাকারী বিষ নিরোধক ট্যাবলেট, প্রসাধন সামগ্রী, ফটোকপিয়ার ও কম্পিউটারের কালি তৈরির কাঁচামাল হিসাবে চারকোল ব্যবহৃত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us