চীন থেকে চড়া সুদে ঋণ নিয়ে পদ্মা সেতু করা হয়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০১ জুন ২০২২, ১৪:৩৭

চীনের কাছ থেকে চড়া সুদে লোন (ঋণ) নিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘এই পদ্মা সেতুর মধ্যে একটি প্রতীকী জিনিস ভেসে ওঠে, সেটি হলো আওয়ামী লীগের দুর্নীতি। কারণ এই সেতু অত্যন্ত অল্প সুদে বিশ্বব্যাংক বানাতে চেয়েছিল। কিন্তু তখন আওয়ামী লীগের উপদেষ্টা, মন্ত্রীরা নিজেদের প্যাডে টাকা চেয়েছে। বলেছে ‘এই টাকা অমুক কোম্পানিকে দিতে হবে’। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা যদি জড়িত থাকে তাহলে কি এটা প্রমাণিত হয় না যে, সরকারের উচ্চ পর্যায়ে দুর্নীতির সঙ্গে জড়িত।’


বুধবার (১ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যায়ের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে রিজভী আহমেদ এসব কথা বলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us