জোড়া লাগানো বাসে বিআরটিএর অনুমোদন

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ জুন ২০২২, ০৯:০০

জোড়াতালি দিয়ে দৈর্ঘ্য, প্রস্থ, ওজন ও উচ্চতা বাড়িয়ে তৈরি করা অবৈধ বাস সড়কে চলার অনুমতি দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে সড়ক পরিবহন আইন-২০১৮ লঙ্ঘিত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।


আন্ত জেলায় চলাচলকারী দুটি পরিবহন কম্পানির এমন অন্তত ৩০টি বাসকে সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে। তবে বিআরটিএ বলছে, এমনটি হওয়ার কথা নয়।


হয়ে থাকলে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


মূলত বাসের সিট আর ট্রাকের ক্ষেত্রে ধারণক্ষমতা বাড়ানোর জন্য মূল চেসিসের বাইরে বডি বড় করা হয়। আইন অনুযায়ী চেসিসের অনুপাতে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নির্ধারণ করা হয়। আইনে কোন বাসের নিজস্ব ওজন কত হবে, আসনসংখ্যার অনুপাতে তা নির্দিষ্ট করা আছে। এই পুরো হিসাব আবার চলাচলকারী সড়কের ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। বাসের ক্ষেত্রে আসন বাড়ানোর জন্য এই অনুপাতের ব্যত্যয় ঘটানো হয়। তাতে বাসের ভারসাম্য নষ্ট হয়, চালক বাস যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না, রাস্তায় বাস অতিরিক্ত জায়গা নেয় এবং তাতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us