কথায় বলে প্রেমে পড়লে প্রেমিক যুগলের কাছে অসম্ভব বলে কিছুই থাকে না। প্রেম মানে না কোনো বাধা-বিপত্তি, সীমান্ত কিংবা কাঁটাতার। তাই যেন আবারও দেখা গেল বাংলাদেশি এক তরুণীর কাণ্ডে। বাঘের ভয়কে পরোয়া না করে একা সুন্দরবনের জঙ্গল পার হয়ে, পরে উত্তাল নদী সাঁতরে প্রেমের টানে ভারতে আসেন বাংলাদেশি ওই তরুণী। বিয়েও করেন মনের মানুষকে। কিন্তু বাঁধ সেধেছে ‘বেরসিক’ আন্তর্জাতিক আইন। কারণ অনুপ্রবেশের অভিযোগে ওই আইনে গ্রেপ্তার করা হয়েছে তাকে, আপাতত ঠিকানা হয়েছে কারাগার।
আন্তর্জাতিক আইনে অনুমতি ছাড়া এক দেশ থেকে অন্য দেশে গেলে তা অবৈধ বলে গৃহীত হয়। কিন্তু সে কথা মাথায় রাখেননি সাতক্ষীরার বাসিন্দা কৃষ্ণা মন্ডল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃষ্ণার সঙ্গে পরিচয় হয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা এলাকার রানিয়ার বাসিন্দা অভীক মন্ডলের। সেই পরিচয় গড়ায় প্রেমে। অল্প সময়ের মধ্যেই একে অপরকে ভালোবেসে ফেলেন তারা। এরপরই কৃষ্ণা ঠিক করেন তিনি বিয়ে করবেন অভীককে।