প্যারিসের ল্যুভর মিউজিয়ামে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার ওপর কেক ছুড়ে মেরেছেন এক ছদ্মবেশী 'বৃদ্ধা'। দর্শনার্থীরা চিত্রকর্মটি উপভোগ করার সময় হঠাৎই হুইলচেয়ারে বসা 'এক বয়স্ক নারী' কেক মাখিয়ে দেন মোনালিসার বুলেটপ্রুফ কাচের ওপর।
ঘটনাটির ভিডিও ধারণ করেন বেশ কয়েকজন দর্শনার্থী। এর পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রোববারের (২৯ মে) এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ল্যুভর মিউজিয়াম কর্তৃপক্ষ।
ভিডিওতে দেখা যায়, মোনালিসার সামনে দর্শনার্থীদের ভিড়। এরমধ্যে ছিলেন হুইলচেয়ারে বসা এক 'বৃদ্ধা'। হঠাৎ করেই লাফিয়ে উঠে মোনালিসাকে লক্ষ্য করে তিনি কেক ছুড়ে মারেন। ছবির সামনে পুরু বুলেটপ্রুফ কাচের ওপর গিয়ে পড়ে সেই কেক। তখন গোটা কাচটায় সেই কেকের ক্রিম লাগিয়ে দেন ছদ্মবেশী ওই বৃদ্ধা। এর আগে ঘুষি মেরে চিত্রকর্মের কাচ ভাঙার চেষ্টাও করেন তিনি। তবে এতে ব্যর্থ হন।