ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোটের দাবিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিষ হাতে ও গায়ে কাফনের কাপড় জড়িয়ে অবস্থান নিয়েছেন প্রার্থীরা। মঙ্গলবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার সময় নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণী ও চানন্দী ইউনিয়ন পরিষদের দুজন চেয়ারম্যান পদপ্রার্থী ও ২৫ জন মেম্বার পদপ্রার্থী এ ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নিয়েছেন।
পদপ্রার্থীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর অত্যাচারে তাঁরা ভোটের প্রচার চালাতে পারছেন না। প্রশাসনের কাছে অভিযোগ করেও তাঁরা কোনো প্রতিকার পাননি। তাই তাঁরা প্রতিবাদ জানাতে নির্বাচন ভবনে চলে এসেছেন।