উমরান মালিকে ওয়াকারের ছায়া দেখছেন লি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মে ২০২২, ১৩:৪৬

গতির ঝড়ে ক্রিকেট দুনিয়া কাঁপানো বোলারদের নাম নিলে ব্রেট লি থাকবেন একদম শুরুর দিকেই। সেই লি নিজেই মুগ্ধ উমরান মালিকের গতি ও আগ্রাসনে। তরুণ এই ভারতীয় ফাস্ট বোলারকে দেখে অস্ট্রেলিয়ান গ্রেট ফাস্ট বোলারের মনে পড়ছে আরেক ভয়ঙ্কর ফাস্ট বোলার ওয়াকার ইউনুসকে।


কাশ্মীরের ফল বিক্রেতার ছেলে উমরান জীবন যুদ্ধে অনেক লড়াই করে আইপিএলের মঞ্চে জায়গা করে নেন গত বছরের আসরে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গতির ঝলক তিনি সেবারই দেখান। তবে অনেকটাই কাঁচা ছিলেন তখন। স্রেফ তিনটি ম্যাচে তার সুযোগ মিলেছিল। তার সম্ভাবনা অবশ্য তখনই বুঝেছিল হায়দরাবাদ। তাই এবারের আসরের নিলামের আগেই তারা ধরে রাখে তাকে।


সেই উমরান এবার গতি দিয়ে আইপিএলের সবচেয়ে আলোচিত নামগুলির একটি। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতি ছাড়িয়েছেন তিনি নিয়মিতই। ১৪ ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছেন ম্যাচের দ্রুততম বোলারের পুরস্কার। স্রেফ জোরে বল করাই নয়, উইকেট শিকার করেও প্রমাণ করেছেন নিজের কার্যকারিতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us