You have reached your daily news limit

Please log in to continue


লিভারপুলের বিরুদ্ধে টিকিট জালিয়াতির অভিযোগ ফরাসি সরকারের

লিভারপুল সমর্থকরা প্রিয় দলের ম্যাচ দেখতে মাঠে ঢোকার চেষ্টা করছেন, পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস এবং পেপার স্প্রে ছুঁড়ছে। প্যারিসের স্তাদ দো ফ্রান্সে এটাই ছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পূর্বের চিত্র। টিকিট নিয়েও অসংখ্য লিভারপুল সমর্থক খেলা দেখতে পারেননি, উল্টো পুলিশের কিল-গুঁতো খেয়েছেন। মাঠের বাইরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে উয়েফা এবং আয়োজক ফ্রান্সকে কাঠগড়ায় তুলছে সবাই।

তবে ফ্রান্স সরকার অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতির জন্য সরাসরি লিভারপুলকে দায়ী করেছে। লিভারপুল ফাইনালে ‘বড় ধরনের টিকিট জালিয়াতি’ করেছে বলে অভিযোগ করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। লিভারপুল সমর্থকদের ইলেকট্রনিক টিকিট না দিয়ে কাগজের টিকিট সরবরাহ করেছিল, যার ফলে ‘ইন্ডাস্ট্রিয়াল স্কেলে’ টিকিট জালিয়াতির সুযোগ তৈরি হয়েছিল বলে অভিযোগ তার। ফ্রান্সের এই মন্ত্রী বলেছেন, ফাইনাল দেখতে আসা ৬২ হাজার লিভারপুল সমর্থকের দুই-তৃতীয়াংশের টিকিট ছিল ভুয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন