চুল ঘিরে তার ফুল দোলে

আজকের পত্রিকা প্রকাশিত: ৩১ মে ২০২২, ১০:৪৫

হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল।
এনে দে, এনে দে, নইলে বাঁধব না বাঁধব না চুল।…
কাজী নজরুল ইসলাম 


কেন বাঁধবে! ফুল নইলে চুলের বাহার হয় নাকি? অভিমান তাই হতেই পারে। রক্তকরবী চুলে গুঁজে মাঠের বাঁশি শুনে ছুটে বেড়ানো হোক সে নন্দিনী কিংবা অন্য কেউ। চুলে ফুলের সাজ তাদের চাই-ই চাই। নন্দিনী কিংবা গ্রাম্য কিশোরী সবার চুল সাজাতে ফুলের জুড়ি মেলা ভার। কাঁঠালচাঁপা, দোলনচাঁপা, টগর, বেলি, কামিনী, কাঠগোলাপ, কাঠবেলির আবেদন ছাপিয়ে নানা রকম অর্কিড বা পথের পাশের নামহারা কোনো ফুল একগুচ্ছ চুলে জড়ালেই নন্দিনীদের মনের মতো সাজের ষোলোকলা পূর্ণ হয়ে ওঠে কানায় কানায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us