মাস কয়েক আগেই বই বেরিয়েছে স্ত্রী তাহিরা কাশ্যপের। তাতে নাকি সবিস্তারে তাঁদের দাম্পত্য আর যৌনজীবনের কাহিনি! সেই বই পড়েছেন আয়ুষ্মান খুরানা?‘দ্য সেভেন সিনস অব বিয়িং আ মাদার’ নামে ওই বইতে কী এমন লিখেছেন তাহিরা?
মুম্বই সংবাদমাধ্যমের খবর, বইয়ের প্রথম পরিচ্ছেদে আয়ুষ্মান-ঘরনি লিখেছেন, সদ্যোজাত কন্যার জন্য পাম্প করে রাখা বুকের দুধ নাকি খেয়ে নিতেন তাঁঁর স্বামীই! এমনকি সন্তানের জন্মের পরে এক ব্যর্থ মধুচন্দ্রিমা সেরে আসার পথে নাকি ‘মাইল হাই ক্লাব’-এও নাম লিখিয়েছেন দু’জনে! উড়ানের মাঝে বিমানেই যাঁরা যৌনমিলনে মাতেন, তাঁদের উদ্দেশ্যে ব্যবহার হয় এই শব্দবন্ধ।