আজ সোমবার দিনের শুরুতেই দেশের ক্রীড়াঙ্গনের সুখবর। আন্তর্জাতিক হকি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ২৭তম। হকির র্যাঙ্কিং ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। ঐতিহাসিক এই র্যাঙ্কিংয়ের ফলে দেশের হকি অঙ্গনে চলছে খুশির জোয়ার!
সাবেক খেলোয়াড়, সংগঠকরা হকির এই অবস্থানে যেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন, তেমনি আক্ষেপও ঝরেছে অনেক। সাবেক জাতীয় খেলোয়াড় ও বিকেএসপির হকি কোচ মওদুদুর রহমান শুভ হকির এই অবস্থানকে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হকির সম্ভাবনা রয়েছে। এই র্যাঙ্কিং এরই বহিঃপ্রকাশ। সঠিক পরিকল্পনা, পৃষ্ঠপোষকতা পেলে হকি আন্তর্জাতিক অঙ্গনে আরো সফলতা আনতে পারবে।’