বৈদ্যুতিক প্লাগের ধাতব অংশে ছিদ্র থাকে কেন?

আজকের পত্রিকা প্রকাশিত: ৩০ মে ২০২২, ১৩:৫৮

অনেক সময় বৈদ্যুতিক প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র দেখা যায়। তবে কেন এই ছিদ্র, কী তার কার্যকারিতা, তা হয়তো জানা নেই অনেকের। অনেকের মনে কৌতূহল, কেন এমন ছিদ্র, এটি কি কেবল নকশা, নাকি রয়েছে কোনো যথাযথ কারণ? বৈদ্যুতিক প্লাগের ধাতব অংশে ছিদ্র থাকার কিছু প্রচলিত ধারণা রয়েছে।


নির্দেশাবলি দেখাতে


একটি প্লাস্টিকের তার বা ছোট তালা ব্যবহার করে প্রস্তুতকারক দ্বারা বৈদ্যুতিক ডিভাইসগুলো সিল করা থাকে। আর তা প্লাগের ধাতবের একটি বা উভয় ছিদ্রে বাঁধা অবস্থায় থাকে। নিরাপত্তার প্রয়োজনীয়তায় এই ধরনের সিলিং প্রয়োজন হতে পারে। অনেক সময় ছিদ্রের মধ্যে একটি প্লাস্টিকের ব্যান্ড দিয়ে এর সঙ্গে একটি ট্যাগ সংযুক্ত করা থাকে। এসব ট্যাগে ‘এই ডিভাইসটি প্লাগ করার আগে আপনাকে অবশ্যই যা যা করতে হবে...’ মর্মে কিছু নির্দেশাবলি লেখা থাকে। আর ব্যবহারকারী ট্যাগ অপসারণ ছাড়া ডিভাইস প্লাগ-ইন করতে পারবেন না। ফলে অনেকটা বাধ্য হয়েই ব্যবহারকারীকে নিরাপত্তা কিংবা করণীয় নির্দেশাবলি পড়তে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us