‘মিথ্যা তথ্য ছড়ানো ও সরকার উৎখাতের’ ষড়যন্ত্রের দায়ে মিসরের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদেল মোনেম আবুল ফোতুহ এবং মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দিয়েছেন মিসরের একটি আদালত। খবর এএফপি ও রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২৯ মে) আবদেল মোনেমকে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তার বয়স এখন ৭০। তার পরিবার জানিয়েছে, দীর্ঘদিন নানা জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তিনি। এ অবস্থায় বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে।