শরীর নিয়ে কাটাছেঁড়ায় বিরক্ত

প্রথম আলো প্রকাশিত: ৩০ মে ২০২২, ১০:৪৮

বয়সের ছাপ লুকাতে নায়ক–নায়িকাদের শরীর কাটাছেঁড়া নতুন কিছু নয়। হলিউড–বলিউডের অনেকেই মুখ ও গড়ন বদলাতে অস্ত্রোপচার করিয়েছেন। কেটি পেরি থেকে কার্ডি বি—অনেক তারকা সে কথা স্বীকারও করেছেন। তবে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে তথাকথিত সৌন্দর্য বাড়তে এই অস্ত্রোপচারের সমর্থন করেন না। মুখমণ্ডল ও শরীর নিয়ে তাঁর সহকর্মীদের কাটাছেঁড়ার প্রবণতায় যারপরনাই বিরক্ত তিনি।


হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘আমি আসলে বয়সের সঙ্গে যুদ্ধ দেখে বিরক্ত। বিশেষ করে সিনেমা দুনিয়ার মানুষেরা যেভাবে এসব করছেন! আমি অনেক সহকর্মীর কথা জানি, যাঁরা অনেকবার অস্ত্রোপচার করিয়েছেন। কাটাছেঁড়ার মাধ্যমে তাঁরা নিজেদের চেহারা ও শরীর বদলেছেন।’ খুব বেশি মানুষ এই প্রবণতার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না উল্লেখ করে রাধিকা বলেন, ‘আমি এই প্রবণতার সঙ্গে মানিয়ে নিতে পারি না। খুব বেশি লোক এর বিরুদ্ধে কথাও বলছেন না। এখন শরীর নিয়ে যাঁরা নানা রকম ইতিবাচক কথাবার্তা বলছেন, তাঁদের অনেকেই নিজেদের অস্ত্রোপচার করিয়েছেন। এসব দেখতে দেখতে আমি ক্লান্ত। এসব আমি মানতেই পারছি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us