ঢাকা কলেজের শিক্ষার্থী আহমাদুল হক চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য প্রতি মাসে ১০ দিস্তার মতো কাগজ লাগে তাঁর। গতকাল রোববার রাজধানীর নীলক্ষেতে আসেন কাগজ কিনতে। তবে দাম বাড়ায় সাদা কাগজের বদলে তিনি কিনলেন নিউজপ্রিন্ট কাগজ।
আহমাদুল হক প্রথম আলোকে বলেন, ‘সব সময় সাদা কাগজে লিখেছি। কিন্তু সাদা কাগজ প্রতি রিমে ১০০ টাকা বাড়তি। খরচ পোষাতে প্রথমবারের মতো নিউজপ্রিন্ট কাগজ নিলাম। এখন থেকে এটাতেই লিখতে হবে।’ গণিত অনুশীলনের জন্য তাঁর এত কাগজ লাগে বলে জানান তিনি।
রাজধানীর নীলক্ষেত, ফার্মগেট ও মোহাম্মদপুরের অন্তত ২০টি স্টেশনারি দোকান ঘুরে দেখা গেছে, শুধু সাদা কাগজ নয়, সব ধরনের শিক্ষা উপকরণের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, মূলত ঈদুল ফিতরের পর থেকে আমদানি করা শিক্ষা উপকরণের দাম বাড়তে শুরু করে। এখন স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যেও সেই প্রভাব পড়েছে। প্রতিদিনই কোনো না কোনো শিক্ষা উপকরণের দাম বাড়ছে।
স্টেশনারি দোকানগুলোতে ভালো মানের প্রতি রিম সাদা কাগজের খুচরা দাম রাখা হচ্ছে ৪৫০ টাকা। এক মাস আগেও যা ছিল ৩৬০ টাকা। মাঝারি মানের কাগজের (সাদা ও নিউজপ্রিন্ট মিলে তৈরি) দাম প্রতি রিম ৩৫০ টাকা বিক্রি হচ্ছে। আগে ছিল ২৮০ টাকা। নিউজপ্রিন্ট কাগজের দামও বেড়েছে প্রতি রিমে ৭০ টাকা। ১৮০ টাকা রিমের নিউজপ্রিন্ট এখন বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।