তিনদিনে সারাদেশে অনিবন্ধিত ৫৩৮টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক বেলাল হোসেন জানিয়েছেন। এর মধ্যে ঢাকায়ই ১৬৪টি অনিবন্ধিত স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।
রোববার (২৯ মে) বিকেলে অধ্যাপক বেলাল হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।