শুধু যে দেশের অবস্থা বিবেচনা করে বিষয় পছন্দ করবেন, বিষয়টি এমন নয়। দেশের বাইরেও এখন পেশা গড়ার সুযোগ আছে। প্রযুক্তি খাতনির্ভর অনেক পেশায় কাজের সুযোগ বাড়ছে। আপনি প্রকৌশল বা প্রযুক্তিতে না পড়েও এই শিল্পে কাজ করতে পারেন। বিবিএ পড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতে পারেন। আবার কোডিং বা প্রোগ্রামিং শিখে যেকোনো সাধারণ বিষয়ে পড়েও আপনি নামী প্রতিষ্ঠানে কাজ করতে পারেন।
আমি মনে করি, সেমিকন্ডাক্টর প্রযুক্তিসংক্রান্ত কাজের বড় সুযোগ সামনে তৈরি হচ্ছে। কেননা আমাদের সরকার বৈশ্বিক সেমিকন্ডাক্টরের বাজারে প্রবেশ করার কথা ভাবছে। সে জন্য প্রচুর দক্ষ লোক প্রয়োজন হবে। শুধু যে তড়িৎ প্রকৌশলীই দরকার হবে, তা নয়; যন্ত্রকৌশল, ম্যাটেরিয়াল সায়েন্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিজ্ঞান, রসায়ন, এসব বিষয়েও দক্ষ মানুষ প্রয়োজন। এ ছাড়া মেকাট্রনিকস, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা; অর্থাৎ অটোমেশনসংক্রান্ত পড়ালেখা ভবিষ্যতে কাজে আসবে।