বেশির ভাগ দম্পতির মনে প্রশ্ন থাকে অন্তঃসত্ত্বা অবস্থায় কি সঙ্গম করা নিরাপদ? চিকিৎসকদের মতে, কারও যদি সুস্থ, স্বাস্থ্যকর এবং স্বাভাবিক গর্ভাবস্থা বজায় থাকে, সে ক্ষেত্রে অন্তঃসত্ত্বা অবস্থায় শেষ ত্রৈমাসিকের আগে পর্যন্ত সঙ্গম করা সম্পূর্ণ সুরক্ষিত বলেই মত দিয়ে থাকেন অধিকাংশ চিকিৎসক। তবে সাবধানতা অবলম্বন করে। গর্ভাবস্থায় যৌনমিলন করা আপনার স্বাস্থ্য এবং আপনার সম্পর্ক উভয় ক্ষেত্রের জন্যই বেশ ভাল।
যাঁদের অন্তঃসত্ত্বা পরিস্থিতিতে কোনও ঝুঁকি বা জটিলতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে যৌনমিলনের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই শ্রেয়। কোন কোন পরিস্থিতি চিকিৎসকেরা অন্তঃসত্ত্বা অবস্থায় যৌনমিলন থেকে বিরত থাকার পরামর্শ দেন?
গর্ভপাতের ইতিহাস থাকলে: আপনার যদি পূর্বে কোনও গর্ভপাত হয়ে থাকে, সে ক্ষেত্রে অন্তঃসত্ত্বাকালীন আপনাকে বাড়তি সতর্কতা নিতে হবে। তখন অনেক চিকিৎসক যৌনমিলন থেকে বিরত থাকার পরামর্শ দেন।