বিনিময় হার ও মূল্যস্ফীতি এখন মূল চ্যালেঞ্জ: গভর্নর ফজলে কবির

সমকাল প্রকাশিত: ২৯ মে ২০২২, ১২:৪৩

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, বিপুল বাণিজ্য ঘাটতির কারণে চাহিদার তুলনায় ডলারের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ অবস্থায় ব্যাংক ও খোলাবাজারে ডলারের বিনিময় হারের ভিন্নতা দেখা দিয়েছে। করোনা অতিমারির পর এটি ব্যাংক খাতের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আরেকটি চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি। এ দুই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।


শনিবার আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০১৯ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২০০ শিক্ষার্থীকে উচ্চতর শিক্ষার জন্য এ বৃত্তি দেওয়া হয়। ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us