বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, বিপুল বাণিজ্য ঘাটতির কারণে চাহিদার তুলনায় ডলারের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ অবস্থায় ব্যাংক ও খোলাবাজারে ডলারের বিনিময় হারের ভিন্নতা দেখা দিয়েছে। করোনা অতিমারির পর এটি ব্যাংক খাতের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আরেকটি চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি। এ দুই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০১৯ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২০০ শিক্ষার্থীকে উচ্চতর শিক্ষার জন্য এ বৃত্তি দেওয়া হয়। ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী।