হানিফ সংকেতের মৃত্যুর গুজব : ‘লাইক’ যুদ্ধ, এরপর কে?

ঢাকা পোষ্ট পলাশ আহসান প্রকাশিত: ২৯ মে ২০২২, ১০:১৫

ক্ষুব্ধ হয়ে হানিফ সংকেত লিখেছেন, ‘ফেসবুকে যারা গুজব ছড়ায় তারা কী বোঝে না আমাদের আত্মীয়স্বজন পরিবার আছে?’ নিশ্চিতভাবে উত্তর হচ্ছে, বোঝে। জেনে বুঝেই তারা কাজটি করে। তাদের দরকার লাইক, শেয়ার, কমেন্টস এবং আয়। সামাজিকভাবে কে হয়রানির শিকার হলেন, কে বিব্রত হলেন তাতে তাদের কিছু যায় আসে না। এসব সামাজিক দায়বদ্ধতা তাদের কাছে অর্থহীন সন্দেহ নেই।


গুণী নির্মাতা হানিফ সংকেত সম্ভবত বর্তমান ফেসবুকের হাওয়া সম্পর্কে ততটা পরিচিত নন। যে কারণে তিনি বেশ খানিকটা মন খারাপই করেছেন। খুবই স্বাভাবিক। কারণ ২৪ মে তিনি বিনা মেঘে বজ্রপাতের মতো জেনেছেন, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।


কোথায় দুর্ঘটনা ঘটেছে, কীভাবে ঘটেছে এসব কিছুরই উল্লেখ নেই। অথচ সেই গুজবের পোস্টে অহরহ লাইক পড়ছে, শেয়ার হচ্ছে, তার ভক্তরা আবেগাক্রান্ত হয়ে মন্তব্য করছেন। শেষ পর্যন্ত হানিফ সংকেত নিজেই তার ফেসবুকে পেইজে পোস্ট দিয়ে বলতে বাধ্য হলেন, ‘আমি সুস্থ আছি’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us