মাঝেমধ্যে এক-আধটু ভালো খেললেও গড়পড়তা ভালো খেলার রেকর্ড খুব কম। আড়াই যুগ পার হলেও টেস্টে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। সে অর্থে ২২ বছরে পা দিলেও দীর্ঘ পরিসরের ক্রিকেটে এখনও শিশুই রয়ে গেছে বাংলাদেশ। সেই শুরু থেকে চলে আসছে এ সমালোচনা।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে শেষ টেস্টে মুমিনুল বাহিনীর করুণ পরিণতির পর ফের তৎপর সমালোচকরা। রাজ্যের সমালোচনার মুখে টাইগাররা। টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের মান আবারও প্রশ্নের সম্মুখীন। পরাজয়ের পর সমালোচনা স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ।
এদিকে ভেতরের খবর, খারাপ খেলে নানা তীর্যক সমালোচনা ও তিক্ত কথাবার্তা শুনলেও ভালো খেলার পুরস্কার ঠিকই পান জাতীয় দলের ক্রিকেটাররা। টাইগারদের একটি সিরিজ জয় কিংবা কোনো প্রতিষ্ঠিত দলের বিপক্ষে জয়ে দেশজুড়ে বয়ে যায় আনন্দের বন্যা।
শুধু ভক্ত-সমর্থকদের প্রশংসায় ধন্য হওয়াই নয়। কোনো প্রতিষ্ঠিত দলের বিপক্ষে সিরিজ বিজয়ের পুরস্কার হিসেবে প্রায় নিয়মিতই বিসিবির পক্ষ থেকে মোটা অঙ্কের বোনাসও মেলে।