২০২২-২৩ অর্থবছরের আসন্ন বাজেটে কি মধ্যবিত্তের জন্য কোনো সুখবর থাকছে? প্রশ্নটি করছি কারণ, প্রতিদিনই খবরের কাগজে দেখছি বাজেটে কী থাকবে, কী থাকবে না।
সবশেষ দেখলাম, বিনা প্রশ্নে এবং কম ট্যাক্সে বিদেশ থেকে যত খুশি তত বিদেশি মুদ্রা আনা যাবে। কোন খাতে কত খরচ হবে তার হিসাবও দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, করপোরেট কর আরও কমানো হবে; কারণ বড় বড় কোম্পানির মালিকরা কষ্টে আছেন। এখন প্রশ্ন, এসব খবরের ভিত্তি কী?
হতে পারে গুজব, আবার হতে পারে এসব সরকারের কোনো অংশ প্রচার করছে আমাদের মানসিকভাবে প্রস্তুত করার জন্য। তা হোক, কিন্তু মধ্যবিত্তের জন্য কোনো সুখবর পাচ্ছি না। বলা হতে পারে, প্রবাসী আয় উপার্জনকারীরা কি মধ্যবিত্ত নয়? হতে পারে, তবে বিদেশে অবস্থানকারী অনিবাসী নাগরিক। আমি বলছি রোদ-বৃষ্টি, ধুলাবালি, গরম সহ্য করে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ্য করে যারা দেশের ভেতরে আছে-সেই শ্রেণির মধ্যবিত্তের কথা।