ভারতে ধীরে ধীরে সাশ্রয়ী ফিচার ফোনের ব্যবসা গুটিয়ে নেয়ার চিন্তা করছে স্যামসাং। বিশ্বের অন্যতম বৃহৎ এ বাজারে ১৫ হাজার রুপির বেশি দামের স্মার্টফোন তৈরিতে জোর দেয়ার অংশ হিসেবে এমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন বিক্রেতা কোম্পানিটি। খবর ইকোনমিক টাইমস।
বিষয় সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, চলতি বছরের ডিসেম্বর নাগাদ ফিচার ফোন তৈরি পুরোপুরি বন্ধ করে দেবে স্যামসাং। এ নিয়ে চুক্তিভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান ডিক্সনের সঙ্গে আলোচনা চালাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।
সংখ্যায় বেশি বিক্রি হলেও লাভের পরিমাণ খুব কম থাকে ফিচার ফোনে। এজন্য ১৫ হাজার রুপির বেশি দামের স্মার্টফোন উৎপাদনের দিকে জোর দিচ্ছে স্যামসাং। আরেকটি সূত্র ইকোনমিক টাইমসকে জানায়, আগামী কয়েক মাস কিংবা চলতি বছরের শেষের দিকে ফিচার ফোন সেগমেন্ট বন্ধের পরিকল্পনা অংশীদারদের অবগত করেছে তারা।