চুয়াল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বসেননি আবেদনকারী ২১ শতাংশ চাকরিপ্রার্থী।
সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন ঈশিতা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এবার ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় বসেছে ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন।
সেই হিসাবে ৭৩ হাজার ৯৫৬ জন, অর্থাৎ মোট আবেদনকারীর ২১ শতাংশ পরীক্ষার হলে অনুপস্থিত ছিলেন।