চ্যাম্পিয়ন্স লিগ জিতবে লিভারপুল, বলছে জ্যোতিষী কচ্ছপ

ঢাকা টাইমস প্রকাশিত: ২৭ মে ২০২২, ১৮:০৪

ইউরোপের ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সময় ঘনিয়ে আসছে। এবারের শিরোপা জিতবে কোন দল- এ নিয়ে গলা ফাঁটাচ্ছেন সবাই। কেউ বলছেন সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হবে লিভারপুল, অন্যদিকে কারও মতে ১৪তম ট্রফির দেখা পাবে রিয়াল মাদ্রিদ। এবার আসন্ন ফাইনাল ম্যাচ নিয়ে ভবিষৎদ্বাণী করল জ্যোতিষী কচ্ছপ। স্পেনের মালাগার সি লাইফ অ্যাকুরিয়ামে অবস্থানরত ‘ইয়েলো’নামক এই কচ্ছপের ভবিষ্যৎদ্বাণী মোতাবেক চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ হারিয়ে শিরোপা জিতবে ইংলিশ ক্লাবটি।


বেনালমাদেনা সি লাইফ অ্যাকুয়ারিয়ামের বিপণন পরিচালক মারিয়া মোরোন্দো জানান, প্রায় ১০০ কিলোগ্রাম ওজনের এ কচ্ছপ তাদের ‘জুরাসিক টানেলের তারকা’। দর্শনার্থীদের আগ্রহের শেষ নেই এই কচ্ছপের প্রতি। তবে মোরোন্দো মনেপ্রাণে চান, কচ্ছপটির ভবিষ্যদ্বাণী যেন মিথ্যা হয় এবং ফাইনালে লিভারপুলকে হারিয়ে রিয়াল যেন চ্যাম্পিয়ন হয়। অ্যাকুরিয়ামে গত ১৫ বছর ধরে আছে ‘ইয়েলো’ নামক এক কচ্ছপ। কচ্ছপটি দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি কয়েক মিটার দূরত্বে দুটি পাত্রে ব্রকোলির পাতা রাখেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us