এবার রাশিয়া ছাড়ছে মার্কস অ্যান্ড স্পেনসার

প্রথম আলো প্রকাশিত: ২৭ মে ২০২২, ১৪:০১

ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের পর এবার স্থায়ীভাবে রাশিয়া ছাড়ার কথা জানিয়েছে আরেক বিখ্যাত পশ্চিমা ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেনসার। ইউক্রেন–রাশিয়া যুদ্ধের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে গত মার্চ মাসে মার্কস অ্যান্ড স্পেনসার রাশিয়ায় পণ্যের জাহাজীকরণ বন্ধ করলেও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে রাশিয়া থেকে ব্যবসা নিয়ে বের হয়ে আসতে পারছিল না।


তবে ফার্মটি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মধ্যস্থতার পর এবার তারা রাশিয়া থেকে পুরোপুরি বের হয়ে আসবে।


ফার্মটি এ বছরের ২ এপ্রিল পর্যন্ত গত এক বছরে ৩৯২ মিলিয়ন বা ৩৯ কোটি ২০৯ লাখ পাউন্ড কর–পূর্ববর্তী মুনাফার তথ্য প্রকাশ করেছে। ফলে তারা গত বছরের ২০৯ মিলিয়ন বা ২০ কোটি ৯০ লাখ পাউন্ডের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোক্তাদের বাজেটে চাপ বৃদ্ধির কারণে এ বছর ফার্মটির আয় কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us