পঞ্চগড়ের নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজে গত শুক্রবার দুপুরে ৫ হাজার ৪৯০ কেজি কাঁচা চা–পাতা সরবরাহ করেছিলেন চা–চাষি আলমগীর কবীর। তখন তাঁকে দাম কম বা কর্তনের বিষয়ে কিছুই জানায়নি কারখানা কর্তৃপক্ষ। পরদিন তাঁকে ৪ হাজার ৪৪৮ কেজি কাঁচা চা–পাতার দাম পরিশোধ করা হয় ১৩ টাকা ৩১ পয়সা কেজি দরে। সরবরাহ করা চা–পাতার মধ্য থেকে ১৯ শতাংশ কর্তন বা বাদ দেখানো হয়েছে।
জেলা কাঁচা চা–পাতার মূল্য নির্ধারণ কমিটির সভায় প্রতি কেজি কাঁচা চা–পাতার সর্বনিম্ন মূল্য ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। মান অনুযায়ী, কেউ চাইলে এর বেশি দামেও পাতা কেনাবেচা হতে পারে। আর পাতা বৃষ্টিতে ভেজা হলে ১০ শতাংশ পর্যন্ত কর্তন করতে পারবেন বলে গত বুধবার অনুষ্ঠিত ওই সভায় সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত না মেনে চলতি মৌসুমে পঞ্চগড়ের চা–কারখানাগুলো নির্ধারিত দামে পাতা কিনছে না বলে অভিযোগ করছেন চাষিরা।