ঢাকা টেস্টের চতুর্থ দিনের প্রথম দুই সেশন ম্যড়ম্যাড়ে রূপ নেয়। ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের শাসন করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস আর দীনেশ চান্দিমাল। তাতে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রান টপকে লিড পায় শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনের বিরতিতে অনেকেই মিলিয়ে ফেলেন সিরিজের প্রথম টেস্ট অর্থাৎ চট্টগ্রামের সঙ্গে। সে ম্যাচ নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয়। ঢাকা টেস্টেও সে পথেই আগাতে থাকে।
তবে রোমাঞ্চের পুরোটা যেন তোলা ছিল বৃহস্পতিবার টেস্টের চতুর্থ দিনের তৃতীয় ও শেষ সেশনে। সেঞ্চুরিয়ান দুই ব্যাটসম্যান উইকেটে থাকার পরেও বাকি ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় লঙ্কানরা। তাদের ইনিংস থামে ৫০৬ রানে। সফরকারীরা লিড পায় ১৪১ রানের। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে প্রথম ইনিংসের মতোই হতশ্রী শুরু মুমিনুল হকের দলের। সেবার ২৪ রানে ৫ উইকেট খোয়ানো টাইগাররা চতুর্থ দিন শেষ করেছে ৪ উইকেট হারিয়ে ৪৩ রানে।