কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে কুমিল্লা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ভবন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
পরে মাসুদ পারভেজ খান বিকেল সাড়ে চারটায় নগরের ছোটরা এলাকার আঞ্চলিক সার্ভার স্টেশন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে গিয়ে নিজেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর ফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের আর কোনো দলীয় বাধা রইল না।
মাসুদ পারভেজ খান আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এবং ব্যবসায়ীদের সংগঠন কুমিল্লা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্ষীয়ান নেতা প্রয়াত আফজল খানের বড় ছেলে।