বাজারে সয়াবিনের দামে বিক্রি হচ্ছে পাম অয়েল। বাজার ঘুরে কোথাও পাম তেলের দেখা পাওয়া যায় না। খোলা বা প্যাকেটজাত সবই সয়াবিনের নামে ও দামে বিক্রি হচ্ছে। সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে ভোজ্যতেল পরিশোধনকারী মিল কর্তৃপক্ষ সয়াবিন তেল ও পাম তেলের পৃথক দর নির্ধারণ করে দিলেও এর কার্যকারিতা নেই। বাজারে যা আছে তার সবই সয়াবিন তেল হিসেবে বিক্রি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে- পাম তেলের তুলনায় সয়াবিন তেলের দাম লিটারে বেশি ২৬ টাকা। অতিরিক্ত এই মুনাফা লুটতেই ব্যবসায়ীরা পাম সুপার বা পাম তেলকে সয়াবিনের নামে ও দামে বিক্রি করছে। সয়াবিন ও পাম তেলের মধ্যে পার্থক্য করার সুবিধা নে বলে সাধারণ ক্রেতাদেরকেও তা মানতে হচ্ছে। ২৬ টাকা বেশি দিয়ে সয়াবিন মনে করে পাম তেল কিনে নিয়ে যাচ্ছেন তারা।