লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের মধ্য থেকে ১৬০ জন আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন। লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা দেশে ফিরেছেন। লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক পেইজে এক পোস্টে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস জানিয়েছে—দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার পর লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকদের মধ্য থেকে ১৬০ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম-এর সহায়তায় দেশে পাঠানো সম্ভব হয়েছে।
আইওএম’র ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের ‘ইউজেড২২২’ ফ্লাইটে মেতিগা বিমানবন্দর থেকে ২৫ মে স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে।