দিন কয়েক আগেই টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে’র রহস্যমৃত্যু নিয়ে শোরগোল পড়ে যায় টলিপাড়ায়। গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় পল্লবীর ঝুলন্ত দেহ। সেই মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরেক মডেল-অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো নিজ ফ্ল্যাট থেকে।
বিদিশা দে মজুমদার। টলিউডের উঠতি মডেল। থাকতেন দমদমের নাগেরবাজার এলাকার এক ফ্ল্যাটে। সেখান থেকেই বৃহস্পতিবার (২৬ মে) রাতে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। আত্মহত্যা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র, তা এখনও জানা যায়নি। তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ।